আগামী তিনদিনের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও আশপাশের এলাকায় বাড়তে পারে তাপমাত্রা।

আজ শুক্রবার আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকায় অধিকাংশ স্থানে আকাশ শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আগামী দুই একদিনের মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকুন্ডে ৫২ মি.মি.।

একে/এনএফ