সরকারিভাবে খাদ্যবান্ধব ও ভিজিডি খাতে পুষ্টি চাল বিতরণ কার্যক্রমের জন্য বিতরণ কেন্দ্রের ডিলার পয়েন্টের দূরত্ব নির্ধারণে কমিটি গঠন করেছে খাদ্য অধিদপ্তর।

সম্প্রতি এ কমিটি গঠন করে আদেশ জারি করেছে খাদ্য অধিদপ্তর।

আদেশে বলা হয়, সরকারি ব্যয়ে খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচিতে পুষ্টি চাল বিতরণের জন্য নির্বাচিত মিলগুলোর এলএসডি থেকে মিল, মিল থেকে ডিলার পয়েন্ট ও ইউনিয়ন পরিষদ চত্বর পর্যন্ত দূরত্ব নির্ধারণের জন্য কমিটি গঠন করা হলো।

সংশ্লিষ্ট জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রক এই কমিটির সভাপতি। সংশ্লিষ্ট উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে থাকছেন সংশ্লিষ্ট জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, স্বীকৃত যেকোনও পদ্ধতিতে নির্বাচিত মিশ্রণ মিলগুলোর এলএসডি থেকে মিশ্রণ মিল ও মিশ্রণ মিল থেকে ডিলার পয়েন্ট ও ইউনিয়ন পরিষদ চত্বর পর্যন্ত দূরত্ব নির্ধারণ করতে হবে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সম্বলিত দূরত্ব বিষয়ক প্রত্যায়নপত্র দ্রুততম সময়ে সংশ্লিষ্ট ও খাদ্য অধিদপ্তরে পাঠাতে হবে।

আদেশে আরও বলা হয়, গঠিত কমিটিকে এ সংক্রান্ত বস্তুনিষ্ঠ প্রত্যায়নপত্র সংশ্লিষ্ট মিলারকে দেওয়ার পাশাপাশি সরবরাহ ও বিপণন বিভাগের ডাকযোগ ও ইমেইলে অবশ্যই পাঠানোর নির্দেশ প্রদান করা হলো। 

এসএইচআর/ওএফ