বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাধারণ পুলভুক্ত সচিবালয় ও এ বিভাগের সংস্থাপন শাখার নাম পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে এ বিভাগের পদের নামও পরিবর্তন করা হয়েছে।

সম্প্রতি বিআইডব্লিউটিএ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের পরিপ্রেক্ষিতে সরকারের চূড়ান্ত অনুমোদন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিআইডব্লিউটিএ’র সাধারণ পুলভুক্ত ‘সচিবালয়’ বিভাগের নাম ‘প্রশাসন ও মানবসম্পদ বিভাগ’ এবং সচিবালয় বিভাগের ‘সংস্থাপন’ শাখার নাম ‘মানবসম্পদ’ শাখা নামকরণ করে এই বিভাগের অনুমোদিত সাংগঠনিক কাঠামোতে সচিব, যুগ্মসচিব, ঊর্ধ্বতন উপসচিব, উপসচিব এবং সহকারী সচিবের নাম পরিবর্তন করা হলো। 

আদেশ অনুযায়ী, সচিবের পরিবর্তে পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ), যুগ্ম সচিবের পরিবর্তে অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ), ঊর্ধ্বতন উপসচিবের পরিবর্তে যুগ্ম পরিচালক (মানব সম্পদ), উপসচিবের পরিবর্তে (সংস্থাপন) উপ-পরিচালক (সংস্থাপন) এবং উপসচিবের পরিবর্তে (প্রশাসন) উপ-পরিচালক (প্রশাসন) নাম ব্যবহৃত হবে।

এছাড়া সহকারী সচিবের (সংস্থাপন) পরিবর্তে সহকারী পরিচালক (সংস্থাপন), সহকারী সচিবের (ওঅ্যান্ডএম) পরিবর্তে সহকারী পরিচালক (ওএন্ডএম), সহকারী সচিবের (যানবাহন) পরিবর্তে সহকারী পরিচালক (যানবাহন), সহকারী সচিবের (সমন্বয়) পরিবর্তে সহকারী পরিচালক (সমন্বয়) এবং সহকারী সচিবের (প্রশাসন) পরিবর্তিত পদনাম হবে সহকারী পরিচালক (প্রশাসন)।

এসএইচআর/এফআর