প্রতীকী ছবি

রাজধানী ভাটারা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

রোববার বিকেলে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে রাজধানী ভাটারার কোকাকোলা ঢালী বাড়ি সড়কের পাশের একটি প্লট থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আশেপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে স্থানীয় লোকজন নিকটস্থ থানায় ও র‍্যাবে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে র‍্যাব ও পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, র‍্যাবের ফরেনসিক টিম ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্ত করেছে। নিহতের পরিচয় মোছা. শিপন আখতার (৩০)। তার বাবার নাম মো. আব্দুল কুদ্দুস, সে বগুড়া সোনাতলার বাসিন্দা।

প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এমএসি/আরএইচ