দুই জেলার এসপি বদলি
টাঙ্গাইল ও ভোলা জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে টাঙ্গাইল জেলার এসপি সঞ্জিত কুমার রায়কে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) এবং ভোলা জেলার এসপি সরকার মোহাম্মদ কায়সারকে পুলিশ সুপার টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
একই আদেশে ডিএমপির ডিসি মোহাম্মদ সাইফুল ইসলামকে ভোলা জেলার এসপি হিসেবে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এআর/ওএফ
বিজ্ঞাপন