ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি টয়লেট থেকে মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর একটার দিকে হাসপাতালের ২১০ ও ২১২ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি একটি টয়লেটে এ ভ্রূণ পাওয়া যায়।

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জামান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে যাই এবং একটি টয়লেট থেকে ভ্রূণটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে সেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কে বা কারা এ ভ্রূণ ফেলে গেছে তা সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে।

এসএএ/আরএইচ/জেএস