বিডিএফ-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সমন্বয়ে গঠিত “বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন” (বিডিএফ)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ৭ অক্টোবর সংস্থাটির প্রতিষ্ঠাতা ডা. নিরুপম দাশ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক এম. এ. বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
১২৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে ডা. মো. শাহেদ রাফি পাভেলকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ডা. কাজী মো. সালেহীন তৌহিদ ও ডা. আব্দুল আলীম জুয়েলকে। সদস্য সচিব হিসেবে আছেন ডা. তাজিন আফরোজ শাহ।
বিজ্ঞাপন
সংস্থাটির মোট সদস্য সংখ্যা ৭০ হাজারের অধিক। এর মধ্যে প্যালাডিয়াম মেম্বার রয়েছেন তিন হাজারের বেশি। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে ‘বিডিএফ স্টুডেন্টস উইং’।
সর্বস্তরের চিকিৎসকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা বিধান এবং কর্মস্থলের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ; দেশের বেসরকারি চিকিৎসকদের একটি সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিতকরণ; জুনিয়র চিকিৎসকদের চাকরি প্রার্থীর সুযোগ বর্ধিতকরণ; চিকিৎসকদের নিজস্ব বিশেষায়িত হাসপাতাল ও নিজস্ব আবাসন প্রকল্প (প্রকল্পটি ইতোমধ্যে শুরু হয়েছে) বাস্তবায়নের লক্ষ্যে ২০১৯ সালের ২০ জুন প্রতিষ্ঠিত হয় “বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন”।
চিকিৎসকদের সুরক্ষা ও অধিকার আদায়ের পাশাপাশি অসহায় রোগীদের সহযোগিতা প্রদান, জরুরি ভিত্তিতে আইসিইউ ও অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করা, মেডিক্যাল শিক্ষার্থীদের বিপদে সহযোগিতা করাসহ চিকিৎসাসংক্রান্ত নানা কার্যক্রমে যুক্ত ফাউন্ডেশনটি।
বিভিন্ন দুর্যোগেও বিডিএফ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিশেষ করে মহামারি করোনার মধ্যে দেশজুড়ে চিকিৎসকদের জন্য পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট ও মাস্ক সরবরাহসহ চিকিৎসকদের হাসপাতালে যাতায়াতে বাস সার্ভিসও চালু করে সংস্থাটি।
এমএআর/