করোনায় মৃত্যু ৮ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৩ জনে।
এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৩২৬ জনে।
বিজ্ঞাপন
শনিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৪১ হাজার ৩৮৯টি।সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ৭৬ হাজার ৪০১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায়করা হয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৯৮৮টি।
মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৫ জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে রয়েছেন ৩ জন ও বরিশালে ১ জন রয়েছেন।
মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন ও ৬০ বছরের ওপরে ১৩ জন রয়েছেন।
৮ ফেব্রুয়ারি টিকা দেওয়া শুরু হচ্ছে
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ২৭ জানুয়ারি (বুধবার) ঢাকায় একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে করোনা টিকা প্রয়োগ শুরু হবে। পরে এর পার্শ্বপ্রতিক্রিয়াসহ নানা বিষয় পর্যবেক্ষণ করে ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হবে সারাদেশে একযোগে টিকাদান।
শনিবার রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেওয়া হবে একজন নার্সকে। এছাড়া এদিন আরও ২৪ জনকে টিকা দেওয়া হবে। ঢাকার পাঁচটি হাসপাতালে কয়েকশ জনকে টিকা দিয়ে পর্যবেক্ষণ করে ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে।
জেডএস