যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ৭ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ
যুক্তরাজ্য ফেরত যাত্রীদের করোনা শনাক্ত হওয়ায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ আরও তিন দিন বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের সাত দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সোমবার (২৫ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই নির্দেশনা দেয়। প্রাথমিকভাবে কোয়ারেন্টাইনের মেয়াদ ১৪ দিন ছিল। পরে তা কমিয়ে তিন দিনে নেয়া হয়েছিল।
বিজ্ঞাপন
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে যুক্তরাজ্য থেকে ফিরে ছয়-সাত দিনের মাথায় মানুষ করোনায় আক্রান্ত হয়। একারণে আমরা কোয়ারেন্টাইনের মেয়াদ বৃদ্ধি করেছি।
শনিবার যুক্তরাজ্যে যাতায়াত করা সব এয়ারলাইন্সকে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
করোনা মহামারির এক বছর পেরিয়ে যাওয়ার পর যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন একটি ধরন শনাক্ত হওয়ার পর দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ।
বাংলাদেশে এ দাবি উঠলেও সরকার এখনও লন্ডনের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়নি। তবে ২০২১ সালের ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা সবাইকে নির্দিষ্ট হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছিল। পরে ১৬ তারিখ থেকে এই মেয়াদ তিন দিন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যুক্তরাজ্যের যাত্রীদের ঢাকার নিকুঞ্জের বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, বনানীর অমনি রেসিডেন্সি, হোটেল গ্রেস-২১, হোটেল এফোর্ড ইন, হোয়াইট প্যালেস হোটেল, মেরিনো রয়েল হোটেল ও মেমেন্টো হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আর সিলেটের যাত্রীদের জন্য হোটেল রোজভিউ, স্টার প্যাসিফিক, নুরজাহান গ্র্যান্ড, হলি গেট, লা-রোজ, ব্রিটানিয়া, অনুরাগ ও হোটেল হলিসাইড নির্ধারণ করা হয়েছে।
এদিকে বর্তমান সংকটময় পরিস্থিতিতে যুক্তরাজ্যের লন্ডনগামী দুইটি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ। ফ্লাইট দুটি জানুয়ারি মাসের ২৩ ও ৩০ তারিখ যাবে। ফ্লাইট দুটির ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যেত। আবার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা ছিল।
এআর/ওএফ