এডিপি বাস্তবায়ন কমেছে ২.৫ শতাংশ
২০১৯-২০ অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি ২০২০-২১ অর্থবছরের ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার কমেছে ২ দশমিক ৪৮ শতাংশ। চলতি অর্থবছর শেষে প্রথম ছয়মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২৩ দশমিক ৮৯ শতাংশ। যা গত অর্থবছরের একই সময় ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
আইএমইডি’র সংশ্লিষ্টরা জানিয়েছে, চলতি (২০২০-২১) অর্থবছরে মোট ২ লাখ ১৪ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন করছে সরকার। অর্থবছরের ছয় মাস পেরিয়ে গেলেও ডিসেম্বর পর্যন্ত মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছিল ৫১ হাজার ২৬৬ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৫৬ হাজার ৭১৯ কোটি টাকা।
এ বিষয়ে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, করোনা মহামারিতে চলতি অর্থবছরের শুরু থেকে বেশিরভাগ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ বন্ধ ছিল। পরে শুরু হলেও বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা গেছে। এডিপি’র ধীরগতি দেখে পরিকল্পনামন্ত্রী নিজে সব মন্ত্রণালয়ে প্রকল্পের কাজে গতি বাড়াতে চিঠি দিয়েছেন। এরপরের মাসে এডিপি বাস্তবায়ন কিছুটা বেড়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে আইএমইডি থেকে মন্ত্রণালয়গুলোকে চাপ দেওয়া হচ্ছে। তারপরও করোনা পরিস্থিতিও বিবেচনায় রাখতে হবে। এর বাইরেও অর্থবছর শেষে প্রকল্পের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করলে এডিপি বাস্তবায়ন অনেক বেড়ে যাবে।
এ বিষয়ে অর্থনীতিবিদ ড. এ. বি. মির্জ্জা মো. আজিজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমাদের দেশে বেশিরভাগ প্রকল্প বাস্তবায়নে মেয়াদ ও ব্যয় বাড়াতে হয়। প্রকল্প অনুমোদনের সময় যে মেয়াদ নির্ধারণ করা হয়, সে সময়ে কোনো প্রজেক্টেই বাস্তবায়ন হয় না। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে
তিনি আরও বলেন, এডিপি বাস্তবায়ন একটি সাধারণ বিষয়। সার্বিকভাবে দেখা যায়, এডিপি বাস্তবায়নে বছরের প্রথম দিকে ২০ থেকে ৩০ শতাংশ বাস্তবায়ন হয়, শেষের দিকে ঠেলে ৮০ থেকে ৯০ শতাংশ বাস্তবায়ন হয়ে যায়। মূলত কাজটা ঠিক মতো হয় না, কাজ না করে চেক লেখা হয়, এরকম বিভিন্ন চলমান সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে।
এসআর/জেডএস