৫ দফা দাবি নিয়ে রাস্তায় মোবাইল ফোন মেরামতে জড়িতরা
বাংলাদেশে মোবাইল ফোন মেরামত পেশায় সংঘটিত অপরাধ বন্ধে ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সেলফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন।
আজ (রোববার) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
তাদের দাবিগুলো হচ্ছে— বাংলাদেশ মোবাইল ফোন মেরামত পেশাকে স্বীকৃত টেকনিশিয়ান পেশা হিসেবে ঘোষণা করা, অপরাধ বন্ধ ও অপরাধে নিরুৎসাহিত করতে আইনের কঠোর বাস্তবায়ন করা, সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি দেওয়া, ৬৪ জেলায় আরপিএল শাখা চালু করা এবং ক্ষুদ্র ঋণ প্রদান করা।
মানববন্ধনে সংগঠনের মহাসচিব হাজবুল আলম জুলিয়েট বলেন, একটি দেশ তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন সে দেশে কারিগরি শিক্ষার উন্নয়ন ও কারিগরি শিক্ষার বিস্তার ঘটে। বর্তমান সরকারের আন্তরিকতায় বাংলাদেশে সেলফোন প্রযুক্তির ও দ্রুতগতির ইন্টারনেট সেবার উন্নয়ন হয়েছে। ফলে বাংলাদেশের সকল টেকনিশিয়ান ইন্টারনেট সেবার মাধ্যমে নিজ উদ্যোগে এ কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে কিছু আইনি জটিলতা ও কিছু বিপথগামী টেকনিশিয়ান কারিগরি শিল্পকে অপব্যবহার করে এ পেশাকে কলুষিত করছে। ফলে অন্যান্য টেকনিশিয়ানরা হয়রানির শিকার হচ্ছে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের আহ্বায়ক মাসুদুর রহমান খান, সাংগঠনিক সচিব জনী চন্দ্র দাস, হাফিজুর রহমান মিলন, ওমর ফারুখ প্রমুখ।
এমএইচএন/এনএফ