স্পঞ্জ কেক পণ্যের গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়াই লোগো ব্যবহার করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর-১ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা।

বিএসটিআইর পক্ষ থেকে জানানো হয়, ডিএমপি পুলিশের সহযোগিতায় মিরপুর থানা এলাকায় বিএসটিআইর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় দেখা যায়, প্রিন্স সুইটস অ্যান্ড বেকারি বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্পঞ্জ কেক পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই লোগো ব্যবহার করে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করছে। এ অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান।

এসআই/এইচকে