ভারতের ত্রিপুরার পূজামণ্ডপ ও দোকানপাটে আগুন লাগানোর একটি ভিডিও রংপুরের পীরগঞ্জের হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ফুটেজ বলে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। 

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

আ ন ম ইমরান খান জানান, উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে অপপ্রচার চালানোর সাথে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের সাইবার নজরদারি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গুজব ছড়ানো ও উসকানিদাতাদের বিরুদ্ধে র‍্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সচেষ্ট থাকবে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শাহীন নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয়। সেই হত্যাকাণ্ডের
মূল হোতাসহ আসামিদের ইতোপূর্বে র‍্যাব গ্রেফতার করেছিল। যারা এখন কারাগারে আছে। বর্তমানে একটি কুচক্রী মহল পল্লবীর সেই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে ব্যবহার করে নোয়াখালীর যতন সাহাকে এভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার করে যাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক, যা অমানবিকও বটে। উক্ত অপপ্রচারের সাথে জড়িতদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এমএসি/এনএফ