রাজধানীর ফার্মগেট এলাকায় শিকড় পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মঙ্গল মিয়া (৩০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

উদ্ধার করে নিয়ে আসা তার সহকর্মী আফজাল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুপুরে ভাঙ্গারি মাল কেনার জন্য মিরপুরে যাই। মাল না পেয়ে আমরা শিকড় পরিবহনে দয়াগঞ্জে ফিরছিলাম। একসঙ্গে সিট না পাওয়ায় আমি সামনে ও ভাই পেছনে বসে। ভাইয়ের ২ লাখ ৩৭ হাজার টাকা ছিল। পরে বাস ফার্মগেট এলে দেখি মঙ্গল মিয়া সিটে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। প্রতারক চক্রটি তার সঙ্গে থাকা টাকা নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। চিকিৎসার জন্য তাকে মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।

এসএএ/ওএফ