প্রতীকী ছবি

ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সামনে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাওন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) রাত ১১টা ৫০মিনিটে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. নাঈম ঢাকা পোস্টকে বলেন, আমার মা ও ছোট ভাই সিএনজিচালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আমার ছোট ভাইকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার মা ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। 

তিনি আরও বলেন, আমাদের বাসা ময়মনসিংহ সদর থানার কোটালী চর এলাকায়। আমার বাবার নাম রতন মিয়া।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ময়মনসিংহ থেকে এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এসকেডি