প্রশাসনিক স্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিন কর্মকর্তাকে বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার এই তিন কর্মকর্তার বদলি ও অতিরিক্ত দায়িত্ব বণ্টন করে একটি অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

করপোরেশন সূত্রে জানা গেছে, ডিএনসিসির ভাণ্ডার কর্মকর্তা আব্দুল বাছেদ সরকারকে বদলি করে নগর পরিকল্পনা বিভাগের ভূগোলবিদ করা হয়েছে। এর পাশাপাশি তিনি পরিবহন বিভাগের ব্যবস্থাপক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (পরিকল্পনা) হাসিনা তাসমিন মৌটুসীকে নিজ দায়িত্বের পাশাপাশি ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরাফাত হোসেনকে নিজ দায়িত্বসহ ব্যবস্থাপক (পরিবহন) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এএসএস/এমএইচএস