পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া সুপারিশ ও ডিও লেটার
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো যেকোন সুপারিশ ও ডিও লেটার যাচাইপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
সোমববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রস্তুত করা দুটি ভুয়া সুপরিশ ও একটি ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে পাওয়া গেছে। এ কারণে পররাষ্ট্রমন্ত্রীর যেকোন সুপারিশ ও ডিও লেটারের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সঠিকতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
এনআই/এসএম
বিজ্ঞাপন