চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো সংগ্রহে অনিয়ম করা চালকলের লাইসেন্স বাতিলসহ বিভিন্ন শাস্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এসব চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে রোববার (২৪ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে চুক্তির যোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি এমন চালকলগুলোকে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগে চিঠি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

অন্যদিকে, চুক্তি করেছে কিন্তু কোনো চাল সরবরাহ করেননি এমন মিলের জামানত বাজেয়াপ্তসহ যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল করতে নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 

এছাড়া চুক্তির পরিমাণের ৮০ শতাংশ কিংবা এর বেশি পরিমাণ চাল সরবরাহ করা মিলের বিশেষ বিবেচনায় জামানত অবমুক্ত করা, চুক্তির পরিমাণের ৮০ শতাংশের কম সরবরাহকারী চালকলগুলোকে বিশেষ বিবেচনায় অ-সরবরাহ করা চালের অনুপাতিক হারে জামানত বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। 

এসএইচআর/জেডএস