বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে উপহার হিসেবে সিনোফার্মের ২ লাখ ডোজ করোনা টিকা দিচ্ছে চায়না রেড ক্রস। টিকাগুলো আগামীকাল (২৬ অক্টোবর) বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) রাতে রেড ক্রিসেন্ট এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, চায়না রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে সিনোফার্মের আরও দুই লাখ টিকা বাংলাদেশে আসছে। যেটি পরবর্তীতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।

রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, সিনোফার্মের ২ লাখ টিকা চীন থেকে বিকেল ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। রেড ক্রিসেন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করবেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে তুলে দেবে সংস্থাটি।

রেড ক্রিসেন্ট জানায়, বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা প্রদান করছে সংস্থাটি। দেশের টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ করছে সোসাইটির প্রায় ১৫ হাজার দক্ষ স্বেচ্ছাসেবক।

এনআই/এমএইচএস