রাজধানীর বংশালে এলোপাথাড়ি ছুরিকাঘাতে আকাশ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিক্কাটুলি এলাকায় এ ঘটনা ঘটে।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান মাতুব্বর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাতে খবর পাই বায়তুল আমান মসজিদের সামনের মোটর গ্যারেজের সামনে আকাশ নামে ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকাশের বাম পাশে ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে।

আকাশ গেণ্ডারিয়ার লোহারপুল কেবি এলাকার ১৭ নম্বর রোডের আনোয়ার ডাক্তারের ভাড়াটিয়া। তার বাবার নাম মো. শাহজাহান আলী। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, বংশাল থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় এক যুবককে ঢামেকের জরুরি বিভাগে এনেছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি বংশাল থানা পুলিশ তদন্ত করে দেখছে।

এসএএ/এমএইচএস