তিন দিনের সফরে মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশে এসেছেন ইউরোপীয় কমিশনের মানবিক সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস। সফরের প্রথম দিন তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। ইইউ জানায়, জেনেজ লেনারসিস মঙ্গলবার বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ট্রানজিট সেন্টারে ওঠা রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন। লেনারসিস রোহিঙ্গা ক্যাম্পের ডিজি-ইকো সমর্থিত কর্মকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি পরিদর্শন করবেন।

ইইউ আরও জানায়, এ সফরে ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকার ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) লেনারসিসের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

এনআই/এসকেডি