আহত ও অসুস্থ ১০০ পুলিশ সদস্যকে ডিএমপির অনুদান
কর্তব্যরত অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আহত ও অসুস্থ ১০০ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ সদস্যদের মাঝে অনুদানের এই অর্থ তুলে দেন তিনি।
বিজ্ঞাপন
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গত ১০ অক্টোবর সংস্থাটির কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৫তম সভা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় ১০০ জন পুলিশ সদস্যের জন্য ২৮ লাখ ৯৭ হাজার ৫৯০ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।
অনুদান তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
এমএসি/এমএইচএস