প্রতীকী টেঁটাযুদ্ধ

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বৃহস্পতিবার সন্ধ্যায় দুই কিশোরকে গুলিবিদ্ধ ও দুজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ দুই কিশোরের নাম, জজ মিয়া (১৪) ও আবু বক্কর (১৩)। টেঁটাবিদ্ধ দুজন হলেন, আবুল হোসেন (৪৫) ও আব্দুল হামিদ (৫০)। এর আগে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান। তিনি ঢাকা পোস্টকে বলেন, নরসিংদী থেকে দুজনকে গুলিবিদ্ধ ও দুজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। টেঁটাবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

গুলিবিদ্ধ কিশোর আবু বক্কর জানায়, সকালে যখন সংঘর্ষ দেখতে বের হলে তার পায়ে ও বুকে গুলি লাগে। 

টেঁটাবিদ্ধরা জানান, দুই গ্রুপের মধ্যে সকাল থেকে গোলাগুলি ও টেঁটাযুদ্ধ হয়। তাদের পিঠ দিয়ে টেঁটা ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে গেছে।

সকাল থেকে  দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও অনেকে। 

আগামী ১১ নভেম্বর নরসিংদীর রায়পুরার পাড়াতলী ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই কাচারিকান্দি গ্রামে দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন মারা যান।

এসএএ/আরএইচ