গাজীপুরের শালনার কড্ডা এলাকায় বৈদ্যুতিক স্ফুলিঙ্গে পাঁচ লাইনম্যান দগ্ধ হয়েছেন। 

সোমবার সন্ধ্যায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন, মামুন (২৭), মাহবুবুর রহমান (৪৫), হযরত আলী (৩২), ফারুক হোসেন (৫০) ও নাজমুল হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন,গাজীপুর থেকে বিদ্যুতের স্ফুলিঙ্গে দগ্ধ পাঁচজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে হযরত ও নাজমুলের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহত মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের লাইনে সমস্যা হওয়ার কারণে আমরা তার বদলে দিই। তার বদলানোর পর শব্দ হচ্ছিল। আমরা নিচেই ছিলাম। সাধারণত ব্যারেল পাইপে নাড়া দিলে শব্দ ঠিক হয়ে যায়। কিন্তু পাইপ দিয়ে যখন আমরা নাড়া দিই, তখন আগুনের ফুলকি আমাদের গায়ের ওপর পড়ে। 

এসএএ/আরএইচ