কৃষিকে গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের দিকে যেতে হবে
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে অবশ্যই কৃষিকে গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের দিকে যেতে হবে বলে উল্লেখ করেছেন আলোচকরা।
মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে এবং জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন বাংলাদেশের (জিআইজেড) সহযোগিতায় ‘মহামারি পরবর্তীকালে অন্তর্ভুক্তিতা ও স্থায়িত্বশীলতার জন্য পরিকল্পনা’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে আলোচকরা এ কথা বলেন।
বিজ্ঞাপন
আলোচনায় নগর পরিকল্পনায় নির্মিত পরিবেশ গঠন এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করে পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদি আহসান বলেন, আমাদের অতীত শিক্ষাব্যবস্থায় কখনোই নগর এলাকায় কৃষি জমিকে আলাদা কোনো বিভাগে ভাগ করা হয়নি। খাদ্য চাহিদাকে মাথায় রেখে আমাদের অবশ্যই কৃষিকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে।
তিনি আরও বলেন, একই সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের অবশ্যই কৃষিকে গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের দিকে যেতে হবে। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে এবং খাদ্য চাহিদা মেটাতে নির্মিত পরিবেশের মধ্যে কৃষিকে এবং গ্রামীণ এলাকার সঙ্গে নগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে।
বিজ্ঞাপন
নগর উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক পরিকল্পনাবিদ আহমেদ আকতারুজ্জামান বলেন, আমরা পরিকল্পনা করি মানুষের জন্য। তাই পরিকল্পনা করা উচিত মানুষের প্রয়োজন এবং চাহিদা বিবেচনায় রেখে। এছাড়া কাঠামো পরিকল্পনা, বিশদ অঞ্চল পরিকল্পনাসহ সব পরিকল্পনায় অংশীজন নিশ্চিত করার মাধ্যমে বিশেষ পরিকল্পনার বিশেষ প্রয়োজন আছে।
পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, আমরা প্রতি বছরই কৃষি জমি হারাচ্ছি, এখন আমাদের মাথাপিছু জমির পরিমাণ ০.০৬ হেক্টর। বর্তমান সরকার ‘আমার গ্রাম আমার শহর’ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে, যার মাধ্যমে আমাদের উপজেলা এবং গ্রাম এলাকায় কৃষি জমি ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। একই সঙ্গে এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষি জমি সংরক্ষণ করা সম্ভব হবে।
সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহনা মেহেজাবিন হক থ্রি আর অ্যাপ্রোচের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা দ্বারা ঢাকাকে বর্জ্য শূন্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেন। তিনি তার গবেষণায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য বর্জ্য উৎস পৃথকীকরণ, ছাদ বাগান, সাশ্রয়ী ও নবায়নযোগ্য কাগজ ও কাপড় ব্যবহারের মতো আরও কিছু কৌশলের ওপর আলোকপাত করেন।
এএসএস/এসএসএইচ