ডিসেম্বরে ঢাকায় আসছেন ভুটানের সাবেক রাজা জিগমে
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে ভুটানের সাবেক রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুককে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। ১৬ ডিসেম্বর তিনি ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে ভুটানের সাবেক রাজা জিগমেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিন দিনের সফরে রাজা জিগমে ১৫ ডিসেম্বর ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ভুটানের চতুর্থ রাজা জিগমে ১৯৭৪ সালে ভুটানের রাজা হিসেবে অভিষিক্ত হন। তিনি ২০০৬ সাল পর্যন্ত রাজার দায়িত্ব পালন করেন। বর্তমানে জিগমের ছেলে জিগমে খেসার নামগিল ওয়াংচুক রাজার দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
বিজ্ঞাপন
এনআই/এসকেডি