বাগদাদ গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার
ঋণ খেলাপি মামলায় চট্টগ্রামের বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরকে (৫৫) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ফেরদৌস খানের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিটি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ২০১০ সালে ১৭ কোটি ৩ হাজার টাকা ঋণ নেন বাগদাদা গ্রুপের এমডি ফেরদৌস। ঋণ নিয়ে টাকা ফেরত না দেওয়ায় আদালতে মামলা করে সিটি ব্যাংক। সম্প্রতি আদালতে বাগদাদ গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে সিটি ব্যাংক। আদালত আবেদন গ্রহণ করে ১০ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিজ্ঞাপন
কেএম/এসএম