নারায়ণগঞ্জে ইজিবাইকে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওবায়দুল ইসলাম (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ এলাকায় (৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

গ্যারেজ মালিক সামিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিকেলের দিকে ইজিবাইক চার্জে দিতে গিয়ে ওবায়দুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

তিনি আরও বলেন, ওবায়দুল কাজের জন্য সিদ্ধিরগঞ্জের সিংগার এলাকায় থাকতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ওই এলাকার খুরশিদ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে অচেতন অবস্থায় এক যুবককে আনা হয়। আনার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এসএএ/এমএইচএস