ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে যে অঘোষিত 'ধর্মঘট' চলছে তা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেডারেশনের নেতারা এসব কথা জানান। 

সাক্ষাৎ শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব বলেন, হয় বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, নয়তো ভাড়া বাড়াতে হবে। দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু বলেন, ‘দু-একজন মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে গেছেন। তবে এটা কোনো বৈঠক নয়।’

এদিকে, ধর্মঘটসহ বিভিন্ন ইস্যুতে সন্ধ্যা ৬টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এসএইচআর/এসএম