বিআরটিএতে ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত কমিটির সভা শুরু হতে বিলম্ব
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার সব রুটে বাস ও মিনিবাসের যাত্রী পরিবহন ভাড়া বাড়ানোর জন্য সড়ক পরিবহন খাতের মালিক নেতারা সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছেন।
এ অবস্থায় সারা দেশে গত শুক্রবার সকাল ৬টা থেকে অঘোষিত পরিবহন ধর্মঘট চলছে। এই অবস্থায় আজ রোববার বেলা ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত কমিটির সভার সময় নির্ধারিত ছিল।
বিজ্ঞাপন
তবে ১১টা বাজার পরও এই সভা শুরু হয়নি। বেলা ১১টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিআরটিএ প্রধান কার্যালয়ের বিআরটিএর চেয়ারম্যানের কার্যালয় সংলগ্ন মিলনায়তনে ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত কমিটির ১২ সদস্যের মধ্যে এখন পর্যন্ত তিন জন সদস্য উপস্থিত হয়েছেন।
সকল অংশীজন এই সভায় এখনও উপস্থিত হননি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
সভায় অংশ নিতে উপস্থিত ভাড়া নির্ধারণ সংক্রান্ত কমিটির সদস্য সোহাগ পরিবহন (প্রা:) লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক তালুকদার সোহেল ঢাকা পোস্টকে বলেন, আজ সভায় ভাড়া পুনঃনির্ধারণ নিয়ে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৩ সালে সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল বলে তিনি দাবি করেন।
জানা গেছে, সভায় আমন্ত্রিতরা যানজটে আটকা পড়ার কারণে উপস্থিত হতে দেরি হচ্ছে। ফলে সভা শুরু হতে দেরি হচ্ছে।
পিএসডি/এনএফ