ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী দেশটির জাতীয় বিনিয়োগ কমিশনের চেয়ারম্যান জোহা নজর দাউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে ইরাকের বিনিয়োগ কমিশনের চেয়ারম্যান বাংলাদেশের তৈরি পোশাক ও চামড়া শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার (৮ নভেম্বর) ইরাকের বিনিয়োগ কমিশনের চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইরাকের বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ও বিনিয়োগ কমিশনের চেয়ারম্যানের বৈঠকে ঢাকা ও বাগদাদের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ইরাক-বাংলাদেশ যৌথ উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাক ও চামড়া শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে রাষ্ট্রদূত বারী ইরাকের সম্ভাব্য অগ্রগতিতে বাংলাদেশের আন্তরিক সমর্থন জানান। একই সঙ্গে জাতীয় বিনিয়োগ কমিশনের প্রকল্পগুলোতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের জন্য বিনিয়োগ কমিশনকে ধন্যবাদ জানান। তিনি ইরাকের শিল্পোন্নয়নে ভবিষ্যতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিনিয়োগ কমিশনের চেয়ারম্যান জোহা দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের গুরুত্বারোপ করেন।

এনআই/এমএইচএস