খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বেলাল হোসেন (৪০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরের দিকে বেলালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বেলালকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা ওই ভবনের তৃতীয় তলায় মাচা বেঁধে প্লাস্টারের কাজ করছিলাম। এ সময় অসাবধানতার কারণে সে নিচে পড়ে যায়। দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তারা খিলক্ষেত উত্তরপাড়ার ওই ভবনেই থাকতেন। বেলালের গ্রামের বাড়ি ভোলার চরনাবাদ এলাকায়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানাকে জানানো হয়েছে।
এসএএ/আইএসএইচ