৮ দাবিতে রেলওয়ে পোষ্য সোসাইটির স্মারকলিপি
রেলওয়েতে কর্মচারী বান্ধব নিয়োগবিধি প্রণয়নসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও রেলমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে রেলওয়ে পোষ্য সোসাইটি।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে সোসাইটির প্রতিনিধি দল রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি পেশ করেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মনির বলেন, বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সম্পূর্ণ অযৌক্তিক। এই নিয়োগবিধি মূলত রেলওয়ের পোষ্য ও শ্রমিক-কর্মচারীদের অধিকার বঞ্চিত করার দলিল। ষড়যন্ত্রমূলক এই নিয়োগ বিধি রেলওয়ে পোষ্য ও শ্রমিক-কর্মচারীরা নীতিগতভাবে কখনো মেনে নেবে না। এই নিয়োগ বিধি জারির আগে রেলওয়ের শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।
তিনি আরও বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি জারির কারণে রেলওয়ে শ্রমিক-কর্মচারী ও পোষ্যদের মধ্যে চরম হতাশা, ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
রেলওয়ে কর্মচারীবান্ধব নিয়োগবিধি প্রণয়নসহ রেলওয়ে পোষ্য সোসাইটির ৮টি দাবি হলো
>> প্রকাশিত ৮৬৫ জন খালাসী ও ১১১৩ জন ওয়েম্যানের ফলাফল থেকে অধিকার বঞ্চিত রেলওয়ে পোষ্যদের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক কর্তৃক অনুমোদিত তালিকা অনুযায়ী শূন্য থাকা খালাসী ও ওয়েম্যান পদে নিয়োগ দানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনবল নিয়োগের জন্য নিয়োগবিধি ১৯৮৫ অনুযায়ী জারি করা নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সম্পন্ন হওয়া এবং আবেদিত চাকরি প্রত্যাশীদের পরীক্ষা গ্রহণ ও নিয়োগ সম্পন্ন করা।
>> সংশোধিত নিয়োগ বিধিমালা—২০২০ সংশোধন করে রেলওয়ে কর্মচারীবান্ধব নিয়োগবিধি প্রণয়ন এবং আইবাস সিস্টেম রেল উপযোগী করে বাস্তবায়নের লক্ষ্যে রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন ও উচ্চ পদস্থ কর্মকর্তা এবং রেলওয়ে পোষ্য সোসাইটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
>> জনবল কাঠামো পুনর্গঠনের নামে মাথাভারী প্রশাসন সৃষ্টির আত্মঘাতী সিদ্ধান্ত বাতিল করে মাঠ পর্যায়ে কাজ করা শ্রমিকদের পদ বাড়াতে হবে। প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের স্থায়ী করে রেলওয়েতে সকল প্রকার আউটসোর্সিংয়ের নামে পকেটসোর্সিং বন্ধ করতে হবে। প্রয়োজনে জনবল সংকট সমাধানে রেলওয়ে পোষ্য সোসাইটির মাধ্যমে সকল জেলা থেকে অসহায়—দরিদ্র রেলওয়ে পোষ্যদের টিএলআর/অস্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ দিয়ে জনবল সংকট সমাধান করতে হবে।
>> রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি ও রেলওয়ে পোষ্যদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রেলওয়ের ভূমি লিজ প্রদান প্রক্রিয়া পুনর্গঠন করে অব্যবহৃত ভূমি রেলওয়ে পোষ্য সুপার মার্কেট, বনায়ন, মৎস্য, কৃষি ও গবাদিপশু পালন প্রকল্পের মাধ্যমে রেলওয়ে পোষ্যদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সমিতি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির ন্যায় রেলওয়ে পোষ্য সোসাইটিকে ভূমি লিজ প্রদান ও রেলওয়ের ভূমিতে পিপিপির আওতায় যেসব প্রতিষ্ঠানকে ভূমি লিজ দেওয়া হচ্ছে, সেসব প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে রেলওয়ে পোষ্যদের নিয়োগের বিষয়টি চুক্তিপত্রে উল্লেখ করতে হবে।
>> অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী কর্মচারীদের ফাইনাল সেটেলমেন্টের কাজ সরকার নির্ধারিত দুই মাস সময়ের মধ্যে দ্রুত নিষ্পত্তি করে ও কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী শ্রমিক—কর্মচারীর পোষ্যদের যোগ্যতানুযায়ী দ্রুত নিয়োগ দিতে হবে। যে সকল পোষ্যদের নিয়োগ দীর্ঘদিন থেকে আটকে আছে, তাদের নিয়োগ সম্পন্ন এবং নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩০ এর স্থলে ৩২ বছর করতে হবে।
>> নিয়োগ, ক্রয়, ঠিকাদারি কাজ ও প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিসহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে আনীত অভিযোগ উচ্চ পর্যায়ের তদন্ত টিম কর্তৃক দ্রুততম সময়ে তদন্ত সাপেক্ষে সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
>> রেলওয়ে শ্রমিক—কর্মচারী ও পোষ্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে রেলওয়ে হাসপাতাল সমূহে আধুনিক চিকিৎসার সুযোগ—সুবিধা নিশ্চিত করতে হবে। রেলওয়ের শ্রমিক—কর্মচারীর সন্তানদের স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে রেলওয়ে পোষ্য সোসাইটির অধীনে বেসরকারি প্রতিষ্ঠানের ন্যায় রেলওয়ে পোষ্য ইন্টারন্যাশনাল-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অব্যবহৃত রেল ভূমি লিজ দিতে হবে।
>> অবসরপ্রাপ্ত ও কর্মরত শ্রমিক—কর্মচারীদের আবাসনের জন্য ১০ শতাংশ করে পরিত্যক্ত রেল ভূমি লিজের মাধ্যমে স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে ভারতীয় রেলওয়ের মডেল অনুসরণ করা যেতে পারে।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলার সভাপতি সাইদুজ্জামান শিপন, সহসভাপতি দেলোয়ার হোসেন বাপ্পি, সান্তাহার রেলওয়ে জেলা শাখার সভাপতি শেখ মামুন সরওয়ার নিটু, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক বিজয় মিত্র, সৈয়দপুর শাখার সভাপতি মো. শামিম মাহমুদ লিমন সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মানিক, মো. হাবিবুর রহমান প্রমুখ। কর্মসূচিতে দুই শতাধিক রেলওয়ে পোষ্য অংশগ্রহণ করেন।
আইএসএইচ/ওএফ