আইবিসির যৌথ সভা

মালিকদের স্বার্থ রক্ষায় শিল্প পুলিশ শ্রমিকদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করে। এমন অভিযোগ তুলেছে শ্রমিকদের সংগঠন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। অভিযোগ তোলার পাশাপাশি শিল্প পুলিশের বিলুপ্তিও চেয়েছে সংগঠনটি। 

করোনা পরিস্থিতির সুযোগে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরিয়ে দেওয়া, গার্মেন্টস শ্রমিকদের মজুরি হার ঘোষণা, শ্রমিক নেতাদের গ্রেফতার-হয়রানি বন্ধসহ আট দফা দাবি জানিয়েছে আইবিসি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ সভায় সংগঠনটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু এসব দাবি উপস্থাপন করেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, করোনাকাকালে লকডাউনের মধ্যেই পোশাক শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের চাকা সচল রেখেছেন। অপরদিকে মালিকরা করোনা পরিস্থিতির সুযোগে শ্রমিক ছাঁটাই, মজুরি কর্তন করছেন। 

শ্রম অধিদফতর (ডিওএল) এবং কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরসহ (ডাইফে) সংশ্লিষ্ট অন্যান্য দফতর ও মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিল্প মালিকদের অনৈতিক কাজে উৎসাহ যুগিয়েছে।

সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে,  ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সব প্রত্যক্ষ ও পরোক্ষ বাধা দূর করা, শ্রম আইন ও শ্রম বিধিমালা আইএলও কনভেনশন ৮৭ ও ১৮ অনুযায়ী সংশোধন করা, দেশের সব পোশাক শিল্প অঞ্চলে মালিক ও সরকারি উদ্যোগে শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা করা, শ্রমিকদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার জন্য সোশ্যাল সেফটি নেট গড়ে তোলা, দেশের চারটি বৃহত্তর পোশাক শিল্প অঞ্চলে (গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম) এলাকায় শ্রমিকদের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট শ্রমজীবী হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং মালিকপক্ষ অবলম্বনকারী শিল্প পুলিশকে বিলুপ্ত করা। 

আরএম/আরএইচ