দ্রুততম সময়ের মধ্যে বিশেষ পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষকদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নীলক্ষেত মোড়ের অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করেন সাত কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

এর আগে দুপুরে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে বিশেষ পরীক্ষার আশ্বাস দেন। আগামীকাল (বুধবার) বিষয়টি নিয়ে সাত কলেজের অধ্যক্ষরা জরুরি সভা করবেন বলেও জানান। এরপর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন শিক্ষকরা। আমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যদি সিদ্ধান্ত জানাতে না পারেন তাহলে আবারও আন্দোলন হবে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশেষ পরীক্ষার দাবিতে আন্দোলনে নামে ঢাবি অধিভুক্ত রাজধানীর সাত কলেজের স্নাতক ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা ৷ এ সময় তারা টানা আড়াই ঘণ্টাও বেশি সময় নীলক্ষেত মোড় অবরোধ করে রাখেন। ফলে আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

হঠাৎ নীলক্ষেত মোড় অবরোধের ফলে মুহূর্তের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে মিরপুর রোডের সায়েন্সল্যাবরেটরি থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কের উভয় পাশ এবং আজিমপুর থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাস আটকা পড়ায় যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েন।

আরএইচটি/ওএফ