অজ্ঞান পার্টির খপ্পরে ৫ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গাউছিয়া যাওয়ার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. জাকির হোসেন (৫৮) নামে এক পাইপ ব্যবসায়ী। এ সময় তার কাছে থাকা ৫ লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্রটি।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
জাকির হোসেনকে নিয়ে আসা মো. নয়ন ঢাকা পোস্টকে বলেন, সোনারগাঁ থেকে পাইপ কেনার জন্য ৫ লাখ টাকা নিয়ে বের হন। এক পর্যায়ে চক্রটি তাকে অচেতন করে ৫ লাখ টাকা ও তার কাছে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাকে অচেতন করে রাস্তার পাশে বসিয়ে রাখা হয়। আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর পাকস্থলী ওয়াস করে তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়।
তিনি আরও জানান, জাকির হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চেলাচর এলাকায় থাকেন। তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএএ/ওএফ