রাজধানীর সবুজবাগ বৌদ্ধমন্দির থেকে মতিঝিল যাওয়ার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. রায়হান উদ্দিন (৫৭) নামের এক বৃদ্ধ। 

বুধবার (১০ নভেম্বর) বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

রায়হান উদ্দিনকে উদ্ধার করে নিয়ে আসা বাস যাত্রী আজিজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তিনি বৌদ্ধ মন্দির এলাকা থেকে বাসে উঠেন। কিছুদূর এগোতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। এরপর সেখান থেকে তাকে ঢামেকে নিয়ে আসি। পরে চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার করে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।

তিনি আরও বলেন, তার কাছ থেকে প্রতারক চক্র কী নিয়ে গেছে সে বিষয়ে কিছু বলতে পারব না। তার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে বলেন, বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অচেতন এক বৃদ্ধকে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে তার পাকস্থলী পরিষ্কার করে মিটফোর্ডে রেফার্ড করেন চিকিৎসকরা।

এসএএ/আইএসএইচ