পুরান ঢাকায় প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি
রাজধানীর পুরান ঢাকার চানখারপুল এলাকায় হোসনে দালানের পাশে একটি প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ারফাইটাররা ক্ষতিয়ে দেখছে বলে জানান তিনি।
এর আগে সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে গোডাউনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
বিজ্ঞাপন
এমএসি/ওএফ