ডেমরায় ডাকাতের অস্ত্রের আঘাতে বাবা-ছেলে আহত
রাজধানীর ডেমরায় ডাকাতের দায়ের কোপে দুজন আহত হয়েছেন। আহতরা হলেন, শহিদুল ইসলাম (৬৫) ও তার ছেলে সোহেল রানা (২৮)।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোর ৪টায় ডেমরার আহমেদনগর এলাকা থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
আহত শহিদুল ইসলামের জামাতা সজীব রহমান ঢাকা পোস্টকে বলেন, রাত আড়াইটার দিকে দরজা ভেঙে সাত থেকে আটজন ডাকাত বাসায় ঢুকে। পরে শব্দ শুনে আমার শ্বশুর ঘুম থেকে উঠলে তাকে রাম দা দিয়ে কোপ দেয় ডাকাতরা। এরপর আমার শ্যালক এলে তাকেও কোপ দেয়। পরে পাশেই থাকা মামা শ্বশুর শব্দ পেয়ে বের হয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, তাদের মুখ বাঁধা ছিল। তাই ডাকাতদের কাউকের চেনা যায়নি। তাদের হাতে ধারালো অস্ত্র ও রড ছিল।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ভোরের দিকে দুজনকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হন। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/আইএসএইচ