মো. আব্দুর রউফ

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান মো. আব্দুর রউফকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতির পর তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

অন্যদিকে, আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে থাকা মো. আবদুল মান্নানকে ১৪ নভেম্বর থেকে অবসর দেওয়া হয়েছে। 

এসএইচআর/এসকেডি