চকবাজারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীর চকবাজারে শাকিল আহমেদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকে এবং কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল শেষে পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনের একটি পানির কারখানা থেকে শাকিলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই পানির কারখানাতেই চাকরি করতেন।
তিনি আরও বলেন, শাকিল দোকানে দোকানে পানি সরবরাহ করতেন এবং কারখানাতেই থাকতেন। রাতে কেউ তার বুকে ও কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
নিহতের মামা আয়নাল ঢাকা পোস্টকে বলেন, শাকিলের সহকর্মীরাই হয়ত শাকিলকে খুন করেছে। জানতে পেরেছি এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তবে তার নাম জানতে পারিনি।
শাকিলের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বজিতপুর গ্রামে। তার বাবার নাম আমিনুল ইসলাম।
এসএএ/এমএইচএস