ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (নগর ভবন) সামনের সড়কে একটি গাছ ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। বিশাল আকৃতির গাছটির ভেঙে পড়া অংশ রাস্তা থেকে অপসারণ করতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

রোববার (১৪ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদ বিন খালিদ বলেন, আজ রাত ৮টা ৫ মিনিটের দিকে নগর ভবনের সামনের রাস্তায় বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়ে। খবর পাওয়ার পর রাত ৮টা ১০ মিনিটে আমরা গাছটি অপসারণের কাজ শুরু করি। ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। রাত ৯টা ৫৬ মিনিট পর্যন্ত গাছ অপসারণের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে গাছের নিচের দিকে মাটি নরম হওয়ায় ভেঙে পড়ে। তবে এ ঘটনায় আমরা কোনো হতাহতের খবর পাইনি, বলেন রাশেদ।

এমএসি/জেডএস