শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, করোনার সময় শ্রম অধিদফতরের শ্রমকল্যাণ কেন্দ্রের মাধ্যমে সারা দেশে এক লাখ ৩৫ হাজার ৬শ শ্রমিককে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ নভেম্বর) খুলনার রূপসা এলাকায় বিভাগীয় শ্রম দফতর আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা প্রদানের জন্য তেজগাঁও শিল্প এলাকায় শ্রম অধিদফতরের নিজস্ব জমিতে ‘ন্যাশনাল লেবার হাসপাতাল’ নির্মাণের উদ্যোগ নিয়েছি। সুস্থ শ্রমিক উৎপাদনে বেশি শ্রম দিতে পারেন। এতে মালিকের লাভ, শ্রমিকের লাভ, দেশেরও লাভ।

প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে কারখানা মালিকদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এখন মালিকরাও শ্রমিকদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রাখছেন। 

সবাই মিলে শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে সকল সেক্টরে নিরাপদ কর্মপরিবেশ অর্জন সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন 
শ্রম প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে শ্রম দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 
এসএইচআর/আইএসএইচ/এইচকে