চমেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটি
সভাপতি ও সাধারণ সম্পাদক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) নামে একটি সংগঠনের এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ডা. কে এম তানভীর। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ডা. মো. খোরশেদুল ইসলাম।
বিজ্ঞাপন
ইচিপের ২০২১-২২ সালের কমিটিতে আরও রয়েছেন, সহ-সভাপতি ডা. মিসবাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন সিকদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক ওবায়েদ ও রেজাউল করিম শ্রাবণ।
কমিটিতে শ্বাশ্বত মজুমদার আকাশকে অর্থ সম্পাদক ও ফয়সাল বিন জাহাঙ্গীরকে দফতর সম্পাদক করা হয়েছে। শাহরিয়ার ইসলাম ইমনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. সাকীকে রোগী কল্যাণ সম্পাদক, সাখাওয়াত হোসেন চৌধুরী তামিমকে তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ফারজানা আহমেদ দুলালীকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞাপন
কার্যকরী সদস্য পদে রয়েছেন, সাজেদ হোসাইন, ফয়সাল সৌরভ তালুকদার, মোস্তাকিমুর রহমান, মুশফিক সালেহীন, আদিত্য অধিকারী, অনির্বাণ দেব, রায়হান কবির, শেহতাব আনোয়ার খান, মোস্তফা আরাফাতুল ইসলাম, ওমর ফারুক তানভীর, হাসিব শাহরিয়ার নিলয়, আরিফুর রহমান শাওন, প্রীতম মল্লিক টুটুল, জয়িতা চক্রবর্তী, সাকিবা মুসাররাত, আলিফা সাইবিন নিকিতা, তামান্না তাসবিহা, দীপিতা চৌধুরী দিবা, তাসনিম আক্তার ও ফাহিমা জাহান মাহমুদ।
নতুন কমিটির সভাপতি ডা. কে এম তানভীর বলেন, চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে এক বছর মেয়াদি প্রথম পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করেছি। এই কমিটি আগামী এক বছর হাসপাতালের কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের কল্যাণে কাজ করবে। এছাড়া হাসপাতালে আসা রোগীদের সেবায় কাজ করে যাবে।
কেএম/আরএইচ