৪ কোটি টাকার আইস-ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের ইয়াবা-আইস জব্দ করেছে র্যাব। এই দুই অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) চান্দগাঁও র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
বিজ্ঞাপন
র্যাব জানায়, টেকনাফের সাবরাং এলাকায় রোববার অভিযান চালিয়ে মো. ছাবের (৪১) নামের একজনকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি শপিংব্যাগে তল্লাশি করে ৯৯৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং ২৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। একইদিনে জেলার বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে এক লাখ ইয়াবা জব্দ করা হয়। এ সময় মো. হামিদ হোসেন ও নাজমুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-৭ এর অধিনায়ক এম এ ইউসুফ বলেন, থাইল্যান্ড থেকে আইস তৈরির উপকরণ এনে মিয়ানমারে তৈরি করা হয়। তারপর তা বাংলাদেশে আসে। আইস বহনকরা সহজ হওয়ায় মাদক কারবারিরা আইস বেচা-কেনার দিকে ঝুঁকছে।
তিনি আরও বলেন, বর্তমানে অনেকে ইয়াবা কারবার ছেড়ে আইসের কারবারে জড়িয়ে যাচ্ছে। এছাড়া আমরা ধারণা করছি মিয়ানমারে একই কারখানায় ইয়াবা ও আইস উৎপাদন হতে পারে। ইয়াবা ও আইস যারা মিয়ানমার থেকে বাংলাদেশে আনে তাদের দুই দেশেই আত্মীয়-স্বজন রয়েছে। দুই দেশের মানুষই ইায়াবা ও আইস কেনাবেচার সাথে জড়িত। মিয়ানমার থেকে মাদক পাচারের সাথে তিন থেকে চারটা দল কাজ করে বলে জানান তিনি।
কেএম/আইএসএইচ/এইচকে