ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কড়াইল বস্তি এলাকায় আজ ৬ হাজার ৩২১ জনকে কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিএনসিসির উদ্যোগে রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে একদিনে ৬ হাজার ৩২১ জনকে কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে বস্তিবাসীকে টিকার আওতায় আনার লক্ষ্যে ডিএনসিসি এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ১৮ বছরের ঊর্ধ্বে যেকেউ এই টিকা গ্রহণ করতে পারছেন।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ১১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বস্তির কমপক্ষে ৮০ শতাংশ মানুষ কোভিড-১৯ এর টিকা না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা কড়াইল বস্তির এরশাদনগর উচ্চ বিদ্যালয় মাঠসহ কয়েকটি কেন্দ্রের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান প্রমুখ।

এএসএস/আইএসএইচ