চোরাই সিএনজি অটোরিকশা বিক্রিকালে আটক ৪
রাজধানীর রূপনগর থানা এলাকায় ৫টি সিএনজিচালিত অটোরিকশা বিক্রির সময় চোরাকারবারী দলের চার সদস্য আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ নভেম্বর) র্যাব-৪ এর একটি দল রূপনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
চক্রের সদস্যরা হলেন, আরিফ হাওলাদার (২০), বেলাল হোসেন (২৭), লাল মিয়া (৫২) ও আব্দুল জলিল (৪০)।
বিজ্ঞাপন
র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মো. মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চোরা ৫টি সিএনজিচালিত অটোরিকশাসহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের চার সদস্যকে আটক করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক চোরাকারবারীরা ঢাকাসহ আশেপাশের জেলা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে এনে ভুয়া কাগজপত্র ও নম্বর প্লেট তৈরি করে তা বিক্রি করত। এর মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হতো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
জেইউ/এসকেডি