চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদ্দাম হোসেন আল কাদেরী নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক ঢাকা পোস্টকে  বিষয়টি নিশ্চিত করেছেন 

সাদ্দাম হোসেন ভাটিয়ারি ইউনিয়নের হযরত নেয়ামত আলী শাহ (রহ.) জামে মসজিদের খতিব ও কদম রসুল গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার আরবি প্রভাষক ছিলেন। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটে।

ডা. নুরুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাদ্দাম হোসেন আল কাদেরী দুইদিন হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এক সপ্তাহ আগে সাদ্দাম অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরীর আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুইদিন আগে তাকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

কেএম/এমএইচএস