সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়ায় অভিযান পরিচালনা করে মো. আফজাল হোসেন (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে মাসনীগাছা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার আফজাল কচুয়ার রামপুরের (বেপারি বাড়ি) রুহুল আমিনের ছেলে।

ওয়াহিদা পারভীন জানান, গ্রেফতার আফজাল হোসেন ও তার সহযোগীরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর সক্রিয় সদস্য। তারা কথিত ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী মতবাদের প্রচারণা চালিয়ে আসছিলেন।

এছাড়া আফজাল ও তার সহযোগীরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির প্রধান শাইখ মুফতি জসীম উদ্দিন রাহমানীর জিহাদ বিষয়ক লেকচারের ভিডিও প্রচার করতেন।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য পদ গ্রহণ, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, অপরাধ সংঘটনের প্রচেষ্টা, বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার মাধ্যমে সরকার উৎখাত করে কথিত ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় আফজাল হোসেনের বিরুদ্ধে কচুয়া থানার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এমএইচএস