রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী সিটি কলোনি এলাকায় একটি নয়তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রেজাউল ইসলাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।   

শনিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, গাবতলী সিটি কলোনি এলাকায় একটি ১৫তলা ভবনের কাজ চলছে। ওই ভবনের ৯তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। ভবনে কাজ করার জন্য বাঁশ বাঁধার সময় হঠাৎ নিচে পড়ে যায় রেজাউল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানার পশ্চিম সোনারায় গ্রামে। আমাদের বাবার নাম ইদ্রিস আলী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/জেডএস